গোপালগঞ্জে মদ ও ইয়াবাসহ আটক তিন জন।

গোপন সংবাদের ভিত্তিতে গোপালগঞ্জ সদর থানাধীন বরফা খেয়াঘাট এলাকায় অভিযান পরিচালনা করে ১) মোঃ মহিন(১৯), পিতা-নজরুল শেখ, ২)অনিক মোল্লা(১৯), পিতা-ফিরোজ মোল্লা ও ৩) নাইম(২০), পিতা-মৃত মাসুদ, সর্ব সাং পূর্ব নিজরা, সদর, গোপালগঞ্জ নামীয় ৩ জন আসামীকে আটক করা হয়। এদের কাছে বিলাতীমদ, ইয়াবা ও ইয়াবা সেবনের উপকরণ পাওয়া যায়। সহকারী পরিচালক চৌধুরী ইমরুল হাসান এর নেতৃত্বে অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইন্সপেক্টর, সাব-ইন্সপেক্টরসহ অন্যান্য সদস্য অংশগ্রহণ করেন। আসামীদের বিরুদ্ধে সদর থাবায় পৃথক তিনটি নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ২৬/৮/২০২০
আটককৃত তিন জনের মধ্যে নাইম লালমিয়া সিটি কলেজের এবং অনিক মোল্লা বঙ্গবন্ধু সরকারি কলেজের শিক্ষার্থী বলে জানা যায়।