কোটালীপাড়ায় নৌকা বিক্রির ধূম।

 প্রকাশ: ২৮ অগাস্ট ২০২০, ০৯:০০ অপরাহ্ন   |   গোপালগঞ্জ জেলা


গোপালগঞ্জ জেলা প্রতিনিধি:

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় বন্যা ও বর্ষণের ফলে দিন দিন বাড়ছে পানি। এ কারণে উপজেলার কলাবাড়িসহ কয়েকটি ইউনিয়নের নিন্মাঞ্চল পানিতে ডুবে গেছে। যার ফলে সাধারণ জনগনের নৌকা দিয়েই যাতায়েত করতে হচ্ছে। দিন দিন বাড়ছে নৌকার কদর। আর এ কারণে উপজেলার বিভিন্ন হাট বাজারে নৌকা বিক্রির ধূম পড়েছে।


এ উপজেলার ঘাঘর, কালিগঞ্জ, রামনগর, ধারাবাশাইল, শুয়াগ্রাম, ভাঙ্গারহাট, পিড়ারবাড়িসহ প্রায় ১০/১৫টি ছোট বড় হাটে নৌকা বিক্রি হয়। ছোট বড় মাঝারি নৌকার প্রকারভেদে দাম কম বেশী হয়ে থাকে। প্রতিটি নৌকার দাম ৫হাজার থেকে ১৫হাজার টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে।

গত বছরের চেয়ে এ বছর নৌকার দাম বেশী বলে জানিয়েছেন কলাবাড়ি ইউনিয়নের হিজলবাড়ি গ্রামে কৃষক তিনু হাজরা। তিনি বলেন, কালিগঞ্জ বাজারে গত বছর যে নৌকাটি ৫হাজার টাকায় বিক্রি হয়েছে এ বছর সেই ধরণের একটি নৌকা ৭/৮হাজার টাকায় বিক্রি হচ্ছে।


একই বাজারের নৌকা ব্যবসায়ী নীহার বাড়ৈ বলেন, এই বাজারে কড়াই কাঠের মাঝারি ধরণের বেশী বিক্রি হচ্ছে। গত বছরের চেয়ে এ বছর নৌকার চাহিদা ও দাম দুটোই একটু বেশী। তবে আমরা দাম বাড়াইনি। আমরা যেখান থেকে নৌকা ক্রয় করে আনি সেখানের কারিগররা এ বছর নৌকার দাম বাড়িয়ে দিয়েছেন।

উপজেলার শুয়াগ্রামের নৌকার কারিগর হরবিলাস বাড়ৈ বলেন, এ বছর পানি বাড়ার কারণে নৌকার চাহিদা বেড়েছে। আর নৌকার চাহিদা বাড়লে দামও একটু বেড়ে যায়। তা ছাড়া গত বছরের চেয়ে এ বছর লোহা ও কাঠের দাম বেশী। এ জন্য এ বছর আমাদের একটু বেশী দামে নৌকা বিক্রি করতে হচ্ছে

গোপালগঞ্জ জেলা এর আরও খবর: