বঙ্গবন্ধুর সমাধিতে আওয়ামী মটর শ্রমিক লীগের শ্রদ্ধা।

গোপালগঞ্জ জেলা প্রতিনিধিঃ
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন আওয়ামী মটর শ্রমিক লীগের নেতৃবৃন্দ।
আজ শনিবার দুপুরে তারা জাতির পিতার সমাধি-সৌধ বেদীতে পুষ্পাঞ্জলি অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর বঙ্গবন্ধুসহ ১৫ আগস্টে নিহত সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করেন।
এসময় বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডভোকেট নুরুল ইসলাম ঠান্ডু, আওয়ামী মটর শ্রমিক লীগের সভাপতি মোঃ শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক আলমাস হাওলাদার মিন্টু, যুগ্ম-সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন সহ প্রমুখ উপস্থিত ছিলেন।