শেখ ফজলুল হক মনিকে নিয়ে কটুক্তির বিরুদ্ধে টুঙ্গিপাড়ায় মানববন্ধন।

 প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২০, ১০:১৯ পূর্বাহ্ন   |   গোপালগঞ্জ জেলা


গোপালগঞ্জ জেলা প্রতিনিধি

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক শহীদ শেখ ফজলুল হক মনি কে নিয়ে যুক্তরাষ্ট্রপ্রবাসী প্রকৌশলী মোহাম্মদ আলী সিদ্দিকীর বানোয়াট ও অসাংগঠনিক এবং বিভ্রান্তিমূলক বক্তব্যের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে দশটায় টুঙ্গিপাড়ার পাটগাতী বাসস্ট্যান্ডে অবস্থিত উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে উপজেলা যুবলীগের আয়োজনে যুবলীগের সভাপতি হাসান আহম্মেদ কচি এবং সাধারণ সম্পাদক বিএম মাহমুদ হকের নেতৃত্বে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, প্রকৌশলী মোহাম্মদ আলী সিদ্দিকী ভার্চুয়াল মিটিংয়ে বলেছেন, খন্দকার মোশতাকের সাথে মিশে শেখ মনি বঙ্গবন্ধুকে হত্যার পথ প্রশস্ত করে দিয়েছিল, এই ‌বানোয়াট ও অসাংগঠনিক এবং বিভ্রান্তিমূলক বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে মানববন্ধনে বক্তারা মোহাম্মদ আলী সিদ্দিকীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এ সময় বক্তব্য রাখেন ‌পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ সাইফুল ইসলাম, ‌সাধারণ সম্পাদক ফোরকান বিশ্বাস, ‌যুগ্ম-সাধারণ সম্পাদক শেখ তানজির আহমেদ, টুঙ্গিপাড়া আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউল বশির টুটুল, সেচ্ছাসেবক লীগের সভাপতি তৌফিক বিশ্বাস, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ বাবুল হোসেন খোকন, পৌর ছাত্রলীগের সভাপতি নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক নাজমুল হক প্রমুখ।

গোপালগঞ্জ জেলা এর আরও খবর: