গোপালগঞ্জে স্ত্রী-সন্তানকে কুপিয়ে আত্মহত্যা।

 প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২০, ১২:০৯ অপরাহ্ন   |   গোপালগঞ্জ জেলা


গোপালগঞ্জ জেলা প্রতিনিধি

স্ত্রী-সন্তানকে কুপিয়ে আহত করে মনির মোল্লা (৫৫) নামের এক ব্যক্তি আত্মহত্যা করেছেন বলে খবর পা্ওয়া গেছে।

শনিবার রাতে সদর উপজেলার রঘুনাথপুর গ্রামে এ ঘটনা ঘটেছে।

মারাত্মক আহত স্ত্রী ও সন্তানকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে আর আত্মহননকারী মনিরের লাশ গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পারিবারিক কলহের জের ধরে মনির মোল্লা তার স্ত্রী তানজিলা বেগম (৪০) ও ছেলে ইমদাদুল মোল্লাকে (২২) এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মক আহত করেন।


পরে নিজের গলায় ধারালো অস্ত্র চালিয়ে আত্মহত্যা করেন।

প্রতিবেশীরা পরে তাদেরকে উদ্ধার করে গোপালগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করান। তাদের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রাতেই তাদেরকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের অবস্থাও আশঙ্কাজনক বলে জানান ওসি।

গোপালগঞ্জ জেলা এর আরও খবর: