গোপালগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে বাস দুর্ঘটনা।

 প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২০, ০৪:৩২ অপরাহ্ন   |   গোপালগঞ্জ জেলা


গোপালগঞ্জ জেলা প্রতিনিধিঃ

 গোপালগঞ্জের উলপুরে নিয়ন্ত্রণ হারিয়ে বাস দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনায় বাসে থাকা অনেক যাত্রী গুরুতর আহত হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর ) সকাল ১১:৩০ মিনিটের দিকে ঢাকা-গোপালগঞ্জ মহাসড়কের উলপুরে এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় জানা যায়নি। প্রত্যক্ষদর্শিরা জানান, সংবাদ পেয়ে ঘটনা স্থলে পুলিশ এবং ফায়ার সার্ভিস এর কর্মকর্তারা হাজির হন। আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে । আহতদের পরিচয় শনাক্তকরন প্রক্রিয়া চলছে বলে জানা যায়

গোপালগঞ্জ জেলা এর আরও খবর: