কয়রা উপজেলা আওয়ামী লীগের সভাপতি জি এম মোহসিন রেজার রোগ মুক্তি কামনায় মিলাদ মাহফিল

 প্রকাশ: ১৪ জানুয়ারী ২০২৪, ০১:২৩ অপরাহ্ন   |   ধর্ম



জিল্লুর রহমান কয়রা (খুলনা) প্রতিনিধি ঃ

কয়রা উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক উপজেলা পরিষদের সফল চেয়ারম্যান খুলনা জেলা আওয়ামী লীগের প্রভাবশালী সদস্য এবং কয়রা উপজেলা আওয়ামী লীগের দুঃসময়ের কান্ডারী জি এম মোহসিন রেজার রোগমুক্তি কামনায় দোয়া ও প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৪ ই জানুয়ারি) কয়রা উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এ দোয়া ও প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়।


অনুষ্ঠানের আয়োজক কয়রা উপজেলা আওয়ামী লীগ, এসময় কয়রা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিশিত রঞ্জন মিস্ত্রী দাদা বলেন এই মুহূর্তে জি এম মোহসিন রেজা ভাইয়ের সুস্থ থাকা খুবই প্রয়োজন ছিল। জাতীয় সংসদ নির্বাচনের পরবর্তী সময়ে বিএনপির মিথ্যাচার ও অপপ্রচারের বিরুদ্ধে তিনি বলিষ্ঠ ভূমিকা রাখতে পারতেন। আমাদের দিকনিদের্শনা দিতে পারতেন। তিনি দ্বাদশ সংসদ নির্বাচনে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী রশীদুজ্জামান এর পক্ষে কয়রাতে যে ভূমিকা রেখেছিলেন তা প্রতিটি ইউনিয়নের নেতা কর্মীদের অন্তরে গাঁথা হয়ে রয়েছে। পাশে থেকে দেখেছি তিনি সবসময় নেতা কর্মীদের দূরদর্শী পরামর্শ দিয়ে এগিয়ে নিয়ে গেছেন। দলের দুঃসময়ে তার ভূমিকা রাজনৈতিক বিশ্লেষণ, আমাদের সবসময় সাহস, উৎসাহ ও অনুপ্রেরণা যুগিয়েছেন।’


মহেশ্বরীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এস এম ইব্রাহিম বলেন জি এম মোহসিন রেজা একজন কর্মী বান্ধব জনপ্রিয় নেতা আপাদমস্তক একজন সৎ লোক ও জনবান্ধব দেশপ্রেমিক,কয়রা সদর ইউনিয়নের সভাপতি এসএম জিহাদ আলী বলেন দক্ষ সংগঠক হিসেবে কয়রাতে মোহসিন রেজার কোনো বিকল্প নেই, রাজনীতিবিদদের জন্য এক আদর্শ, একটি প্রতিষ্ঠান, তার কাছে অনেক কিছু শিখেছি, আরও শেখার ছিল। কয়রাবাসী সহ দেশবাসীর কাছে তার রোগমুক্তি কামনা করে দোয়া চাই।’

কয়রা উপজেলার সাবেক সফল ছাত্রলীগের সভাপতি ইকতিয়ার উদ্দীন হিরু বলেন মোহসিন ভাই একজন জনপ্রিয় সংগঠক ,তিনি এই কয়রায় দুঃসময়ে আওয়ামী লীগের হাল ধরেছেন , আওয়ামী লীগকে সুসগঠিত করেছেন তিনি সকলের পাশে থেকে আওয়ামী লীগের গতিশীল করেছেন এককথায় বলতে পারি তিনি কয়রা উপজেলা আওয়ামী লীগের অভিভাবক, আওয়ামী লীগ কে অনেক দূর এগিয়ে নিয়ে গেছেন। তার অসুস্থতার কারণে আমরা তার সুচিন্তিত মতামত ও পরামর্শ থেকে বঞ্চিত হচ্ছি। তার সুস্থতা কামনা করি। দেশবাসীর কাছে তার জন্য দোয়া চাই।

অনুষ্ঠানে বঙ্গবন্ধুসহ ৭৫ এর ১৫ আাগাস্ট নিহত সকল শহীদ, জাতীয় চার নেতা, স্বাধীনতা যুদ্ধে নিহত সকল মুক্তিযোদ্ধা, গণতান্ত্রিক আন্দোলনে নিহত সকল শহীদদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। এ সময় খুলনা-৬ এর নবাগত সংসদ সদস্য ও পঞ্চম বারের মতো ক্ষমতা প্রাপ্ত মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার সু স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়


মিলাদ ও দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন মাওঃ ওয়াজেদ আলী কয়রা উপজেলা ওলামা লীগের সভাপতি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কয়রা উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ বীরমুক্তিযোদ্ধা ইয়াকুব আলী, আওয়ামী লীগের সদস্য রেজাউল করিম, সহ জিএম মোহসিন রেজা ভাইয়ের অনেক ভক্ত-অনুরাগী, নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

ধর্ম এর আরও খবর: