প্রতিমা নির্মাণ কাজ পরিদর্শন।

 প্রকাশ: ০২ অক্টোবর ২০২০, ০১:৫৬ অপরাহ্ন   |   ধর্ম



এম আব্দুল করিম, সিলেট জেলা প্রতিনিধিঃ

 কথায় আছে হিন্দু ধর্মের বারো মাসে তের পার্বন। আর সনাতন ধর্মাবলম্বী মানুষদের প্রধান ধর্মীয় উৎসব হলো দুর্গাপূজা। নানা আয়োজনের মাধ্যমে হিন্দু সম্প্রদায়ের মানুষজন একে অপরের সাথে আনন্দ ভাগাভাগি করে নেন এই দিনে।আর তাই দুর্গা দেবী কে বর্নিল সাজে সজ্জিত করতে এক মাস আগে থেকে শুরু হয় প্রতিমা নির্মাণ এবং সাজানোর কাজ।


আর বিভাগীয় শহর সিলেটেও এর ব্যতিক্রম নেই। সিলেটের দলদলি চা বাগানেও চলছে প্রতিমা নির্মাণের কাজ। আজ সরেজমিনে দেবীর এ নির্মাণ কাজ পরিদর্শন করেন দলদলি চা বাগান পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ। 


এ সময় উপস্থিত ছিলেন চা বাগান পূজা উদযাপন কমিটির সভাপতি শ্রী মিন্টু দাস,সাধারণ সম্পাদক উপেন্দ্র দাস,অর্থ সম্পাদক মিলন দাস,সহসভাপতি অনিতা দাস,দলদলি যুব সংগের সভাপতি শ্রী মনোরঞ্জন দাস ও সাধারণ সম্পাদক অপু দাস প্রমুখ। 


এ সময় তারা আসন্ন দুর্গাপূজা উদযাপনের জন্যে   দেবীর নির্মাণ কাজ পরিদর্শন করেন এবং কোনোপ্রকার সাম্প্রদায়িক দাঙ্গা হাঙ্গামা ছাড়া যাতে করে সুন্দর ভাবে আসন্ন দুর্গাপূজা উদযাপিত হয় সে বিষয়ে আলোচনা করেন।

ধর্ম এর আরও খবর: