ঠাকুরগাঁওয়ে নাবালিকা অপহরণ মামলা: র্যাব-১৩ এর অভিযানে মূল অভিযুক্ত গ্রেফতার
স্টাফ রিপোর্টার
হাসিনুজ্জামান মিন্টু,,
ঠাকুরগাঁওয়ে নাবালিকা অপহরণের অভিযোগে দায়ের করা মামলার মূল অভিযুক্তকে গ্রেফতার করেছে র্যাব-১৩। একই অভিযানে উদ্ধার করা হয়েছে ভিকটিমকেও।
র্যাবের পক্ষ থেকে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ২৯/১০/২০২৫ইং ভোরে ঠাকুরগাঁওয়ে অভিযান চালিয়ে মূল অভিযুক্তকে গ্রেফতার করা হয়। এসময় অপহৃত নাবালিকাকেও নিরাপদে উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত ব্যক্তি ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে র্যাব জানিয়েছে। পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাবের কর্মকর্তারা জানান, এ ধরনের অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে।
