রাণীশংকৈলে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
স্টাফ রিপোর্টার
হাসিনুজ্জামান মিন্টু,
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে উদযাপিত হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী। মঙ্গলবার বিকেল ৫টায় পৌর শহরে এক শোভাযাত্রা বের করা হয়। পরে চৌরাস্তা মোড়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা, পৌর ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জাহিদুর রহমান জাহিদ সাবেক সংসদ সদস্য ঠাকুরগাঁও ৩। গেট অফ অনার, ঠাকুরগাঁও জেলা যুবদলের আহবায়ক আবু হানিফ মুক্তার, সদস্য সচিব জাহিদুর রহমান জাহিদ, প্রধান বক্তা উপজেলা বিএনপির সভাপতি আতাউর রহমান। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক, আল্লামা ওয়াদুদ বিন নূর আলিফ, পৌর বিএনপির সভাপতি শাহাজান আলী, সাধারণ সম্পাদক মহসিন আলী,যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল হুদা, লিটন প্রধান, পৌর যুবদলের, সাবেক সভাপতি ওমর ফারুক, সাবেক সাধারণ সম্পাদক মমিন, সাবেক সংগঠনিক সম্পাদক মুক্তারুল ইসলাম মুক্তার, পৌর,১ নং ওয়ার্ড সাধারণ সম্পাদক মিন্টু, ২ নং ওয়ার্ড সভাপতি মাহবুর রহমান, ৩ নং ওয়ার্ড সভাপতি নজু, ৯ নং ওয়ার্ড সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান,
আরো বক্তব্য দেন- উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি নূরনবী, খলিলুর রহমান ও সাংগঠনিক সম্পাদক আনছারুল ইসলাম, বিএনপি নেতা হামিদুর রহমান ছাএদলের নেতা জিম, সাব্বির,পৌর ছাএদলের সভাপতি মিঠু,প্রমুখ।
বক্তারা তাদের বক্তব্যে যুবদলের প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও সিনিয়র যুগ্ম মহাসচিব তারেক জিয়ার প্রতি শ্রদ্ধা জানান এবং বিএনপি প্রতিষ্ঠায় ও দল পরিচালনায় তাঁদের অবদানের কথা তুলে ধরেন। এইসাথে তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনের লক্ষ্যে বিএনপির কার্যক্রমকে আরো জোরদার করার জন্য উপস্থিত সকলের প্রতি আহবান জানান। সভার সভাপতিত্ব করেন শামিম সুমন, সঞ্চালনা আকতারুল ইসলাম আকতার।
