স্বপ্নের নিয়ামক.....

-------//রওশন আরা আঁখি
স্বপ্ন যখন আকাশ চুম্বি
পরিশ্রম তুই দ্বিগুণ করবি,
তবেই না স্বপ্ন ছুঁবি।
অল্পতে ই যখন তুষ্ট
থাকে না কোনো কষ্ট।
পড়াশোনায় নেই মন
হবে কি স্বপ্ন পূরণ?
শ্রেণিতে প্রথম অনেকেই হয়,
সফল মানুষ কজনা হয়?
অলস মনে কুচক্রীর বাস,
হল তাহার মহা সর্বনাস
স্বপ্ন গেল অতল তলে
জীবন কাটে ঘোলা জলে।
সকল কাজে আনন্দ যার
স্বপ্ন ছুঁবে তাহার অন্তর।
স্বপ্ন দেখা স্বপ্ন নয়,
শ্রমের মাঝে স্বপ্নের বীজ লুকিয়ে রয়।
একটু একটু শ্রমের ঘামে
ফোঁটায় ফোঁটায় স্বপ্ন জমে।
অবশেষে মেলে ডানা
পূর্ণ হয় স্বপখানা।