অসহায় মানুষের পাশে দাঁড়াতে দীর্ঘ সাহিত্য সাধনার প্রাপ্তিগুলো নিলামে তুলেছেন, কবি-সাহিত্যিক মাহবুব হাসান

 প্রকাশ: ২৪ মে ২০২০, ০৪:৪৪ অপরাহ্ন   |   সাহিত্য-সংস্কৃতি


কবি ও সাহিত্যিক মাহবুব হাসান, দীর্ঘদিন প্রবাসে কাটিয়েছেন,কিন্তু সাহিত্য সাধনায় সবসময়ই দেশকে ভালোবেসে গেছেন, ভালোবেসে গেছেন দেশের মানুষকে। বর্তমানে তিনি দেশেই অবস্থান করছেন। নিজের সামর্থ মতো মানুষের পাশে থাকতে চেষ্টা করে যাচ্ছেন সারাবিশ্বে করোনা ভাইরাসের মহামারির এসময়ে। আর তাই তিনি সমাজের বিত্ববানদের উদ্দেশ্যে নিলামে তুলেছে তার দীর্ঘদিনের সাহিত্য সাধনার সকল প্রাপ্তি। যা থেকে অর্জিত মূল্য সম্পূর্ণ খরচ করা হবে অসহায় মানুষের জন্য।


তিনি বলেন, মাশরাফির হাতের ব্রেসলেট যদি ৪২লক্ষ টাকায় বিক্রি হয়। তাহলে দেশ ও সমাজের জন্য লেখা আমার বইগুলো কেন বিক্রি হবে না,দেশ ও মানবতার স্বার্থে?


তাতে অনেকের সম্মতি পাই এবং

আমার পাঠক সমাজের অনেকেই আগ্রহ প্রকাশ করেন।তাই সিদ্ধান্ত নিলাম আমার প্রকাশিত বইগুলো বেচে পুরো টাকাটাই অসহায়দের মাঝে বিলিয়ে দেবো। আমার শ্রম ও মেধার বিনিময়ে কিছু মুখে হাসি ফোটাবো।মধ্যবিত্ত ঘরের সন্তান এর বেশি সামর্থ্যে নেই।তবে ইচ্ছেগুলো আকাশ চুম্বী।স্বপ্নের শহর টা বিশাল।ভাবনাগুলো আলোর পথে হলেও বাস্তবতায় রূপ নেয় ভিন্ন, কারণ অর্থসংকট। এখন আপনাদের সাড়া পেলেই অসহায়দের মুখে ফুটবে হাসি। 


মানুষ বাঁঁচলে বাঁচবে দেশ এই স্লোগানটি উজ্জীবিত করতে এগিয়ে আসুন। মনে রাখবেন আপনার টাকায় অনেকের মুখে খাবার জুটবে।আবার সেই টাকার বিনিময়ে পাওয়া বইগুলো উপহার দিতে  পারবেন আপনার প্রিয়জনদের,বই হলো শ্রেষ্ঠ উপহার।