খোকার বাংলাদেশ

কবি : মোঃ রফিকুল ইসলাম
কইও গো মা বুঝায়ে তারে
সে যেন ভুল বুঝে না মোরে,
হাট থেকে আসবো ফিরে
সাঁঝের বেলায় নদীর তীরে ।
সন্ধ্যা গড়িয়ে রাত হলে
হাঁস পাখিরা ফিরবে কোলে,
তাদের সাথে আসবো আমি
পার করিবেন অন্তর্যামী !
আসবো রে মা আসবো তখন
মধ্য রাত্রি হবে যখন,
মধ্য রাত্রি নয়রে মাগো,,,
আসবো বিহান বেলা,
প্রভাত ফেরীর গানের সাথে
শোকাহত খেলা !!!
সকাল গেল ,বিকাল গেল
রাত্রি হলো শেষ,
জীবন দিয়ে খোকা আমার
গড়লো বাংলাদেশ"..!!!