অবসর-সাজ্জাদ হোসেন সাখাওয়াত

 প্রকাশ: ১৪ মার্চ ২০২০, ০৪:২৭ পূর্বাহ্ন   |   সাহিত্য-সংস্কৃতি


জীবন্তে একটা সময় নেমে আসে ক্লান্তি
চারদিক শান্ত হয়ে আসে,স্মৃতি বাসে।
পুরানো সময়ের কথা ভেবে কভু কাঁদে কভু হাসে।
এর'ই নাম অবসর।

কিশোর হইতে যুবকাল এরপর বার্ধক্যে
চোখের সম্মুখে ঘটে যায় অনেক কাহিনী
কখনো মনে পড়ে বালিকার মায়া চাউনি
কখনো আবার দুজনার কষ্টকর নিদারুণ দিন।

হে অবসর!
অবসর, সত্যি বয়সে'র নিয়ম্য মেনে আসে,
চাকরি থেকে অবসর নিতে হয়।
প্রিয়তমা অবসর নিয়েছে জীবন থেকে,
অবসর মানে কয়েকবছরে হিসাব কষা।
পুরাতন গাড়ীটি অকেজো হয়, এটি অবসর। 

আজ যারা তরুণ কাল তাঁরা অবসরে যাবে
আজ যারা শিশু কাল তারা তারুণ্য পাবে
আজ যারা অনাগত তারা একদিন শিশু হবে
অবসরপ্রাপ্ত অভিশাপগ্রস্ত লোকটি ইতি টানবে।

আমি তোমাকে হারিয়ে প্রেমের অবসরে
তুমি আমায় হারিয়ে মিশিয়ে গেলে চিরতরে।
তোমার অবসর আমায় কাঁদায় সর্বক্ষণ।
যান্ত্রিক অযান্ত্রিক সব'ই একদিন মুড়িয়ে পড়ে
স্বপ্ন হয়ে উঠে স্মৃতির  ঘর, হয়ে উঠি ইতিহাসের সাক্ষী ।

জীবনপথে অবসর'র পূর্বেকার আসে অবসর,
বলে না বলে চলে আসে অবসরের খাম
হয়তো অধ্যায় হয় নাই শেষ, জীবনে'র হয়নি দাম।
নিয়তি বিধান মানতে হয়, আমরা নিরুপায়,
তেজী তরুণ সতেজ সেই মিশে যাবে,
মুখেমুখে থাকবে, না'হয় ছবি ঘরে পাবে।