মহান স্বাধীনতা দিবসে সকল শহীদের প্রতি রইল বিনম্র শ্রদ্ধা

স্বাধীনতা
---------------//রওশন আরা আঁখি
স্বাধীনতা সেতো বঙ্গ বন্ধুর বজ্রকণ্ঠ ভাষণ,
স্বাধীনতা সেতো বীর বাঙালির "জয় বাংলা"প্রিয় স্লোগান।
স্বাধীনতা ত্রিশ লক্ষ শহীদের রক্তে ভেজা বাংলার মাটি
স্বাধীনতা মতিউর,হামিদুরের বাংলার ঘাটি।
স্বাধীনতা --মায়ের কোলে নিশ্চিন্ত শিশুর ঘুম,
স্বাধীনতা -শিশু কিশোরের মুক্ত মনে খেলার ধুম।
স্বাধীনতা-পচিশ মার্চের ঘুমন্ত বাংগালির আত্নদান,
স্বাধীনতা-বঙবন্ধুর বাংলার মানুষের মুক্তির গান।
স্বাধীনতা --নির্যাতিত বাংলার মানুষের মুক্তির আহবান,
স্বাধীনতা-লাল সবুজ পতাকার জয়গান।
স্বাধীনতা -বাংলার দিগন্তজোড়া ফসলের হাসি,
স্বাধীনতা-কিষাণ কিষাণীর মুখের হাসি।
স্বাধীনতা-শহীদ মায়ের চোখের জল,
স্বাধীনতা-অবারিত মাঠের সোনালি ফসল।
স্বাধীনতা-মুক্ত মনে বাংলা ভাষায় কথা বলা,
স্বাধীনতা-নদীতে পাল তোলা নৌকাবয়ে চলা।
স্বাধীনতা -আমার অস্তিত্বের পূর্ণ পরিচয়,
স্বাধীনতা-আমার লালসবুজ পতাকার বিজয়।
স্বাধীনতা -বিশ্বের মানচিত্রে এক টুকরো শ্যামল বাংলা,
স্বাধীনতা -আমার টেকনাফ থেকে তেতুলিয়া অবাধে পথ চলা।
স্বাধীনতা-প্রতিটি বাংগালির আনন্দ বেদনার স্মৃতি,
স্বাধীনতা-আমার ভাষা,আমার প্রিয় বাংলার সার্বভৌমত্ব
রক্ষার প্রতিশ্রুতি।