মহামূল্যবান রাত-শবেবরাত সাজ্জাদ হোসেন সাখাওয়াত।

 প্রকাশ: ১০ এপ্রিল ২০২০, ০১:৩০ পূর্বাহ্ন   |   সাহিত্য-সংস্কৃতি


মুসলমান তুমি ইবাদত কর ঘরে বসে,

এমন পরিস্থিতি মসজিদে না এসে।

আল্লাহ কাছে তোমার ঘর মসজিদের সমান,

ইবাদত করে দাও কঠিন পরীক্ষার প্রমান।

-

ঘর তোমার হয়েছে আজ ইবাদতখানা, 

এমন সময় ঘরের আমল করতে নাই মানা।

শবেবরাতের স্বাদ, গুনাহ মাপের ইবাদত।

আল্লাহ ক্ষমাশীল কর মোদের ক্ষমা,

তোমার দরবারে আছে অগাধ ভালবাসা জমা।

-

দোয়া কর একে অন্যর জন্য, থাকুক সবাই ভালো,

মহামারি বিপদআপদে মুক্ত হয়ে দেখুক সবাই আলো।

আজ শবেবরাত, মহামূল্যবান রাত, বেশী করি ইবাদত।

আজকে থেকে শপথ করো সব পাপ দিবে বাদ,

মহামূল্যবান রাত,আহ্ শবেবরাত।